1. online@news-todaytv.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@news-todaytv.com : admin :
ভারতের অহংকার মাটিতে মিশিয়ে দিয়েছে পাকিস্তান সেনাবাহিনী : শেহবাজ - News Today TV
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৯:০০ অপরাহ্ন

ভারতের অহংকার মাটিতে মিশিয়ে দিয়েছে পাকিস্তান সেনাবাহিনী : শেহবাজ

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ২৭৩ Time View

পাকিস্তান সেনাবাহিনী ভারতের অহংকার মাটিতে মিশিয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। এছাড়া পাক সেনাবাহিনী ভারতকে মানসিকভাবে বিপর্যস্ত করে দিয়েছে বলেও জানিয়েছেন তিনি।

একইসঙ্গে ভারতকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে প্রধানমন্ত্রী শেহবাজ বলেছেন, যুদ্ধ নাকি শান্তি চাও তোমরা— সেই সিদ্ধান্ত তোমাদের। পাকিস্তানের সৈনিকদের উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন।

বুধবার (১৪ মে) রাতে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।

সংবাদমাধ্যমটি বলছে, ভারতের বিরুদ্ধে সাম্প্রতিক সংঘাতে পাকিস্তানের সেনাবাহিনী ও সৈনিকরা ভারতকে চরম মানসিক ধাক্কা দিয়েছে বলে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জানিয়েছেন।

পাসরুর সেনানিবাসে সৈনিকদের উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, “আমাদের থেকে বড় শত্রু ভারতের অনেক বিলিয়ন ডলারের যুদ্ধসরঞ্জাম আছে বলে তারা গর্ব করত। কিন্তু আপনারা (সৈনিকরা) তাদের অহংকার মাটিতে মিশিয়ে দিয়েছেন, তাদের বড়সড় ধাক্কা দিয়েছেন।”

তিনি আরও বলেন, “ভারত ভাবত যে— পাকিস্তান প্রচলিত যুদ্ধ কৌশলে অনেক পিছিয়ে, কিন্তু আপনারা যেভাবে যুদ্ধ করেছেন, তা প্রমাণ করে দিয়েছে যে আমরা শুধু প্রচলিত যুদ্ধেই নয়, প্রযুক্তিগত দিক থেকেও সমানভাবে প্রস্তুত।”

প্রধানমন্ত্রী শেহবাজ সরাসরি ভারতকে উদ্দেশ করে বলেন, “আমরা যুদ্ধের জন্যও প্রস্তুত, আবার শান্তির জন্যও। (কোনটি তোমরা চাও, সেই) সিদ্ধান্ত তোমাদের।”

তিনি ভারতের উদ্দেশে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “ভারত যদি আমাদের পানির প্রবাহ বন্ধ করে দেয়, সেটা হবে আমাদের জন্য রেড লাইন। পানি আমাদের অধিকার। সেই অধিকার রক্ষায় আমাদের সাহসী সেনাবাহিনী লড়াই করবে।”

উল্লেখ্য, জম্মু ও কাশ্মিরের পেহেলগামে সাম্প্রতিক হামলার পর সম্প্রতি ভারত সিন্ধু পানি চুক্তি সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দেয়। ভারতের এই পদক্ষেপকে শেহবাজ সরকার পাকিস্তানের স্বার্থের জন্য হুমকি বলে আখ্যয়িত করেছে।

কাশ্মির ইস্যুতে শেহবাজ শরিফ বলেন, “কাম্মির ইস্যু জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী সমাধান করতে হবে। তারপরই বাণিজ্য আলোচনার কথা ভাবা যেতে পারে। শুধু বাণিজ্য নিয়ে আলাদা আলোচনা নয়, এটি হতে হবে একটি সমগ্র আলোচনা কাঠামোর অংশ হিসেবে।”

তিনি বলেন, পেহেলগাম হামলার ঘটনায় পাকিস্তান পূর্ণ ও আংশিক তদন্তের প্রস্তাব দিয়েছিল এবং সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু ভারতের পক্ষ থেকে সেই প্রস্তাবের বদলে রাতের আঁধারে হামলা চালানো হয়। পাকিস্তান এরপর উপযুক্ত জবাব দিয়েছে।

পাকিস্তানের এই প্রধানমন্ত্রী আরও বলেন, ভারত পাকিস্তানের পানির উৎস নিয়লম-ঝেলাম এলাকায় হামলা চালিয়েছে। পাকিস্তান তখন সংযম দেখিয়েছে। কিন্তু তিনি হুঁশিয়ার করে বলেন, “আমাদের সেনাবাহিনীর সক্ষমতা আছে ভারতের বাগলিহার-সহ অন্যান্য পানি প্রকল্প ধ্বংস করে দেওয়ার।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 TV Site
Design By Raytahost